স্টাফ রিপোর্টারঃ বরগুনা জেলায় শুক্রবার রাত ১০টা পর্যন্ত আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে। জেলায় মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৪ জনের। নতুন আক্রান্তদের মধ্যে তালতলী স্বাস্থ্য কেন্দ্রের একজন নার্স (২৭) রয়েছেন।
আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ২৮ জন, বামনা উপজেলায় ১৩ জন, আমতলী উপজেলায় ১২ জন, বেতাগী উপজেলায় ৫ জন, পাথরঘাটা উপজেলায় ৫ জন রয়েছে।
করোনা থেকে সুস্থ হয়েছে শুক্রবার পর্যন্ত ৩৮ জন। চিকিৎসাধীন ২৪ জন।
মারা গেছে ২ জন। নমুনা পাঠানো হয়েছে শুক্রবার পর্যন্ত ১ হাজার ৫৭১ জনের।
Leave a Reply