March 21, 2024, 5:11 pm

বাবাকে কটুক্তির অভিযোগে গ্রেফতার ব্যাক্তিদের মুক্তি চাইলেন পুত্রবধু।

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2020
  • 127 Time View

স্টাফ রিপোর্টারঃ সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নাসিম এমপির মৃত্যুর পর কটূক্তির অভিযোগে বিভিন্ন ব্যক্তিদের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে, ঘটেছে গ্রেপ্তারের ঘটনাও। গ্রেপ্তার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরো কয়েকজন।।তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দিতে আহবান জানিয়েছেন প্রয়াত মোঃ নাসিমের পুত্রবধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী। এই আইনের বিপক্ষে তার অবস্থানের কথাও তুলে ধরেছেন তিনি। পোস্টটি সরাসরি তুলে দেওয়া হলো৷

‘ভীষণ মনোঃকষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম নিজের বাবার অপমানে । তাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারপর আমি নিজে চোখটা বন্ধ করে অনেক ক্ষণ ভাবলাম যে বাবা থাকলে কি করতেন । উত্তরটা পেয়ে গেলাম । তিনি হাসতেন , বলতেন ক্ষমা করতে । গ্রেফতার বা শাস্তি কিছুই চাইতেন না । এরকমই মানুষ ছিলেন তিনি । আমি নিজেও কখনো পারিবারিক কিছু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনি নি। একটা ছবি পর্যন্ত না । এখন আসলে নিজে ১৩ দিন আইসিইউতে ছিলাম । বাবাকে হারালাম । তারপর এসব নিষ্ঠুর আচরণ । তাই উত্তেজিত হয়ে পড়েছিলাম । কোনো শাস্তি বা মামলা আমরা চাই না ।

এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি । আর কোনো দলকানা মানুষও আমি নই । বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন । তারপরও যদি তাঁর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তাঁকে ক্ষমা করবেন । কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে । হিংসা বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না । সকল শিক্ষক মুক্তি পান, ভালো থাকুন । গণতন্ত্রের পক্ষে লড়াই করা মানুষটা যেনো জান্নাতবাসী হোন । আমাকেও ক্ষমা করবেন সাময়িক উত্তেজনার জন্যে । আমিও যেনো আমার সীমিত সামর্থ্য মানুষের পাশে থাকতে পারি । ভালো থাকবেন আপনারা। ‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2018 News Smart
Design By: ServerSold.com