May 9, 2024, 11:15 am

করোনায় আক্রান্ত সদস্যদের সক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার সরবরাহ করছে ডিএমপি।

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2020
  • 90 Time View

ডিএমপি সংবাদদাতা :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব সদস্য করোনা আক্রান্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিনে আছেন তাদেরকে রুটিন খাবারের বাইরে নিয়মিত ডিম, দুধ, কলা, আদা, লবঙ্গ ও অন্যান্য পুষ্টিকর সরবরাহ করছে ডিএমপি।

ডিএমপির কোয়াটার মাস্টারের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মোঃ হাফিজুর রহমান বলেন, যারা নিয়মিত দায়িত্বপালন করছেন তাদের নিয়মিত খাবারের পাশাপাশি লেবু, মৌসুমি ফল আনারস ও মালটা সরবরাহ করা হচ্ছে।

তাদের মেসসমূহে ২৪ ঘন্টা গরম পানির ব্যবস্থা রয়েছে। ফোর্সের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সকল পুলিশ সদস্যের মাঝে ভিটামিন ‘সি’ ও জিংক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ফোর্সের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপির প্রত্যেক সদস্যকে তাদের নিজ নামে প্লেট ও গ্লাস ইস্যু করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ফোর্সের মেসসমূহে প্রতিদিন কমপক্ষে ৩ বার জীবানুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে। ডাইনিং-এ প্রবেশের ক্ষেত্রে সকল সদস্যের জুতা খুলে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। সেই সাথে খাবার গ্রহনের ক্ষেত্রে সামাজিক দুরত্ব নিশ্চিত করে খাবার সরবরাহ করা হচ্ছে।

সংবাদসূত্র: ডিএমপি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2018 News Smart
Design By: ServerSold.com