May 12, 2024, 4:45 pm

২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৪জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১১ জন

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2020
  • 87 Time View

স্টাফ রিপোর্টারঃ দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৪জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত দুই মাসে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৬২টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৭ হাজার ২০৮টি।

পরীক্ষা করা নমুনার মধ্যে ১০৩৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১১জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৩৯ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ৯৯২ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৯৪ হাজার ৪৭ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৯ হাজার ৪২৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2018 News Smart
Design By: ServerSold.com